নতুন ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম ( চার্জ দেওয়ার ১৪ টি নিয়ম )

নতুন ব্যাটারি কিভাবে চার্জ দিবেন এই বিষয় নিয়ে ইন্টারনেটে খোঁজাখুঁজি করছেন কিন্তু এর সঠিক সমাধান পাচ্ছেন না । তাহলে আপনি সঠিক জায়গায় এসে পড়েছেন যেখানে আপনি খুব সহজেই জানতে পারবেন নতুন ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম সম্পর্কে।

এর আগে হয়তো আপনি নতুন ব্যাটারি চার্জ দেওয়ার পদ্ধতি  সম্পর্কে বিভিন্ন  ওয়েবসাইটে  এই বিষয়ে আর্টিকেল পড়ে থাকতে পারেন কিন্তু সেখানে চার্জ দেওয়ার সঠিক নিয়ম দেওয়া ছাড়া অন্যান্য বিষয় নিয়ে বেশি আলোচনা করেছে এতে সঠিক আপনি পদ্ধতি বুঝতে পারেননি । তাই এখানে খুব সহজেই বোঝানো হবে যে কিভাবে আপনার নতুন ব্যাটারিটিকে চার্জ করবেন। শুধু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব।

নতুন ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম

নতুন ব্যাটারি চার্জ দেওয়ার সঠিক পদ্ধতি:

যখন আপনি দোকান থেকে নতুন মোবাইল কিনবেন তখন দেখবেন মোবাইলের ব্যাটারি কোন সময়ে ১০০% চার্জ থাকে না সেখানে হয়তো থাকতে পারে ৩০ থেকে ৫০% এর মধ্যে চার্জ এই সময় আপনি কি করবেন।

প্রথমে আপনি  আপনার মোবাইল চার্জারটিকে ইলেকট্রিক বোর্ডের সাথে সংযুক্ত করবেন।  তারপর মোবাইলের যে পয়েন্টে আপনার চার্জারটিকে প্লাগইন করবেন সেই পয়েন্টটি ভালো করে চেক করে নিবেন এই পয়েন্টে কোনরকম নোংরা আছে কিনা তারপর চার্জারের পিনটি সঠিকভাবে আপনার মোবাইলের মধ্যে প্রবেশ করাবেন ।  এরপর  ইলেকট্রিক বোর্ডের সুইচ অন করে দিবেন। তারপর  কিভাবে চার্জ দিলে ব্যাটারিটি ভালো অবস্থায় থাকে সেগুলি নিচে আলোচনা করা হলো।
  • প্রথমে আপনি আপনার  মোবাইলটিকে ব্যবহার করার আগে মোবাইলের ব্যাটারীটিকে আপনি আপনার মোবাইলের অরিজিনাল চার্জার দিয়ে ১০০% পার্সেন্ট চার্জ করে নিন।
  • কখনো আপনি অন্য চার্জার ব্যবহার করে মোবাইলের ব্যাটারিটিকে চার্জ করবেন না । এটা অবশ্যই মাথায় রাখতে হবে নতুন হোক বা পুরাতন মোবাইলের ব্যাটারি হোক ।
  • মোবাইল চার্জে দেওয়া  অবস্থায় কখনোই আপনি আপনার মোবাইলটিকে ব্যবহার করবেন না।
  • যতক্ষণ না মোবাইলে ১০০% চার্জ না হয় ততক্ষণ  চার্জার থেকে মোবাইলটি ডিসকানেক্ট করবেন না।
  • মোবাইলের চার্জ যখন ১০০% হয়ে যাবে তখনই আপনি মোবাইল চার্জার টিকে ডিসকানেক্ট করবেন এবং অতিরিক্ত সময় ধরে চার্জ দিবেন না। কখনোই ওভার চারজিং করবেন না এতে ব্যাটারির ওপর খারাপ প্রভাব পড়ে।
  •  নতুন ব্যাটারি চার্জ যে দেওয়ার সময় কোন এপ্লিকেশন মোবাইলে  চালু রাখবেন না।
  • নতুন ব্যাটারি কখনোই ঘন ঘন চার্জে বসাবেন না যতক্ষণ না পর্যন্ত ব্যাটারির  ২৫% এর নিচে  নামে।
  • কখনো আপনি আপনার নতুন ব্যাটারিটিকে ২৫% এর নিচে নামিয়ে জিরো পার্সেন্টে গিয়ে চার্জ করবেন না এতে ব্যাটারির  স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে।
  •  চার্জ দেওয়া অবস্থায় আপনি আপনার মোবাইলটি তে কখনো ফোন করবেন না এবং ইন্টারনেট ডাটা অন করে রাখবেন না।
  •  প্রথম এক মাস আপনি আপনার মোবাইলটিকে লম্বা সময় ধরে ব্যবহার করবেন না এবং যেসব সফটওয়্যার বা গেম ব্যবহার করলে অত্যাধিক ব্যাটারির শক্তি ব্যবহৃত হয় এইসব থেকে আপনার ব্যাটারিকে বাঁচিয়ে রাখবেন।
  • মোবাইলটি অত্যাধিক গরম থাকা অবস্থায় কখনোই ব্যাটারিটিকে চার্জ করবেন না।
  •  মোবাইলের ব্যাটারি টিকেট দিনে মাত্র একবার চার্জে বসাবেন এতে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকবে।
  • নতুন ব্যাটারি চার্জ দেওয়ার সময় এয়ারপ্লেন মোড অন রাখবেন এতে দ্রুত মোবাইলের ব্যাটারি চার্জ হবে।
  •  মোবাইলে গেম খেলা অবশ্যই চার্জে বসাবেন না।
 আমরা সকলেই জানি যে মোবাইলের ব্যাটারি লিথিয়াম আয়ন দিয়ে তৈরি হয়ে থাকে এবং সময়ের সাথে সাথে এই লিথিয়াম আয়ন ব্যাটারি  চার্জ ধরে রাখার ক্ষমতা হারাতে থাকে।  তবে মনে রাখবেন শুধু নতুন ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করবেন তা নয়। যখনই আপনি আপনার মোবাইলকে চার্জ করবে তখনই এই পয়েন্ট গুলো অবশ্যই মাথায় রেখে আপনার মোবাইলকে চার্জে বসাবেন এতে আপনার মোবাইল দীর্ঘদিন সুস্থ থাকবে এবং অনেকদিন আপনার মোবাইলের ব্যাটারিটি চলবে  আপনার মোবাইলের ব্যাটারি খরচ অনেক কমবে।

 উপসংহার:  

এই পদ্ধতিতে নতুন ব্যাটারি চার্জ করলে ব্যাটারি অবশ্যই ভালো অবস্থায় থাকবে এবং ব্যাটারির কোনরকম সমস্যা দেখা দিবে না।  
Previous Post
No Comment
Add Comment
comment url