Top 5 HP ল্যাপটপের ব্যাটারির দাম
আমরা সবাই জানি যে ব্যাটারি আমাদের জীবনে কতটা গুরুত্ব রাখে। আর আমরা এটা জানি যে ব্যাটারির মধ্যে তড়িৎ শক্তি রয়েছে যার ফলে বিভিন্ন যন্ত্রপাতি কাজ করে থাকে এই ব্যাটারির তড়িৎ শক্তি ব্যবহার করে। আর ল্যাপটপ হলো এক ধরনের যন্ত্র যেটা ব্যাটারি সাহায্যে চলে থাকে ।
এই ব্যাটারীটির দাম হল ২,৬৫৯ টাকা
এটি লিথিয়াম আয়ন ( Lithium Ion ) ব্যাটারি ।
HT03XL L11119-855 ল্যাপটপের ব্যাটারি মূল্য হল ২১২৭ টাকা ।
HP কোম্পানির বিভিন্ন মডেলের ল্যাপটপ রয়েছে এবং বিভিন্ন ল্যাপটপের ব্যাটারির দাম বিভিন্ন হয়ে থাকে। এটা আমরা সকলেই জানি যে ব্যাটারির কার্যক্ষমতার ওপর ভিত্তি করে তার দাম নির্ধারণ করা হয়ে থাকে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক Top 5 HP ল্যাপটপের ব্যাটারির দাম সম্পর্কে আমরা আজ বিস্তারিত জানবো।
1. HP Original HS04 4-Cell Notebook Batteryর দাম
প্রথম নম্বরে আমি আলোচনা করব HS04 4-Cell Notebook Battery সম্পর্কে এই ব্যাটারিটির
HP HS04 4-cell Notebook ব্যাটারির সাথে সামঞ্জস্যপূর্ণ: HP 245 G4 Notebook , HP 255 G4 Notebook , Pavilion 14-ac1xx, Pavilion 14g-ad1XX, Pavilion 14q-aj1XX,Pavilion 15-ac0XX, Pavilion 15g-ad0XX, HP 240 G4 Notebook , Pavilion 15-af0XX,HP 250 G4 Notebook PC, Pavilion 14-af0XX, Pavilion 14-ac0XX এই সমস্ত মডেলের ল্যাপটপে সাপোর্ট করে থাকে।
- ব্যাটারিটির দাম বা price:
এই ব্যাটারীটির দাম হল ২,৬৫৯ টাকা- Battery Cell-
এটি লিথিয়াম আয়ন ( Lithium Ion ) ব্যাটারি ।- Voltage বা ভোল্টেজ, বৈদ্যুতিক একক
HP ল্যাপটপের ব্যাটারিটির ভোল্টেজ হলো 14.8 Volts ।
- ওজন
এই ব্যাটারীটির ওজন হল ২৩১ গ্রাম
এই ব্যাটারিটি চলবে 2800 মিলিঅ্যাম্প ঘন্টা ।
এই ব্যাটারিটি চার্জার এর সাহায্যে চার্জ করা সম্ভব এবং এটি একটি অরিজিনাল ব্যাটারি ।
HS04 4-Cell Notebook ব্যাটারিটি কোথায় কিনবেন ।
এই ব্যাটারিটি আপনি amazon store-এ গিয়ে অনলাইনে খুব সহজে অনায়াসে কিনতে পারবেন ।এছাড়াও আপনি এটি flipkart এর মধ্যে পেয়ে যাবেন এইসব অনলাইন শপে সহজেই ব্যাটারিটি কিনতে পারবেন । তবে একটা কথা বলে রাখা ভালো এই ব্যাটারিটির দাম উপরে যে দাম বলা হয়েছে সেই দামে flipkart- এ পাবেন না । flipkart- এ এই ব্যাটারীটি পাবেন ৩,৩০০ টাকায় ।
তবে আপনি আপনার নিকটবর্তী ল্যাপটপের দোকানে খোঁজ করে দেখতে পারেন যে এই ব্যাটারীটি পাওয়া যাচ্ছে কিনা এবং এর মূল্য কত হতে পারে । স্থান অনুসারে এই ব্যাটারিটির মূল্য ভিন্ন হতে পারে । আশা করি আপনি আপনার নিকটবর্তী দোকানে এই ব্যাটারিটি খুব সহজেই পেয়ে যাবেন সঠিক মূল্য ।
Warranty বা ওয়ারেন্টি:
এই ব্যাটারীতে এক বছরের জন্য ওয়ারেন্টি দেওয়া হয়েছে।
এই ব্যাটারিটি তে কোন সমস্যা থাকলে ফেরত দিতে পারবেন।
প্রথমত বলে রাখা ভালো যদি amazon থেকে কিনে থাকেন তাহলে এই ব্যাটারিটি আপনার যদি পছন্দ না হয় তাহলে সাত দিনের মধ্যে amazon-এ ফেরত দিতে পারবেন অনায়াসে ।
2. HP KI04 4-Cell Li-Ion Original Laptop Battery price / HP KI04 ৪-সেল লি-আয়ন অরিজিনাল ল্যাপটপ ব্যাটারির দাম কত ?
দ্বিতীয় নম্বরে আলোচনা করব HP KI04 এই ব্যাটারীটির সম্পর্কে । এই ব্যাটারিটি আপনি ২,৬৪৯ টাকায় খুব সহজেই অনলাইনে পেয়ে যাবেন।
কোন কোন মডেলের ল্যাপটপের সঙ্গে এই ব্যাটারী সাপোর্ট করবে।
যেসব মডেলের ল্যাপটপের সঙ্গে অনায়াসে এই ব্যাটারিটি সাপোর্ট করবে সেগুলি হল: Pavilion 14-ab000 to 14-ab099, Pavilion 15-ag000 to 15-ag099, Pavilion 17-g000 to 17-g099, Pavilion 15-ab000 to 15-ab099
এই ব্যাটারীটি কোথায় কিনব।
আপনি অনলাইনে amazon স্টোরের মধ্যে এ ব্যাটারিটি পেয়ে যাবেন ।
এই ব্যাটারীটির বিভিন্ন তথ্য:
- এই ব্যাটারীতে লিখিয়ান আয়ন ব্যাটারি।
- এই ব্যাটারটির মডেল নাম্বার হল N2L84AA ।
- এই ব্যাটারীতে ভোল্টেজ হলো ১৪.৮ ।
- এর ব্যাটারি ক্যাপাসিটি হল 2200 মিলিঅ্যাম্প ঘন্টা ।
- ব্যাটারিটির ওজন হল ২২০ গ্রাম ।
- এই ব্যাটারিটি চার্জারের সাহায্যে অনায়াসে রিচার্জ করা যাবে ।
- পছন্দ না হলে সাত দিনের মধ্যে amazon-এ ফেরত দিতে পারবেন যদি আপনি আমার জন থেকে কিনে থাকেন ।
- এছাড়া এ ব্যাটারিটি র এক বছর ওয়ারেন্টি রয়েছে ।
3. HP JC04 14.6V 2670mAh 4-Cell Li-Ion Original Laptop Battery ৪-সেল লি-আয়ন অরিজিনাল ল্যাপটপ ব্যাটারির দাম ।
তৃতীয় নম্বরে যে ব্যাটারির দাম বলতে যাচ্ছি সেটি তুলনামূলকভাবে আলোচিত প্রথম দুই প্রকারের ব্যাটারির চেয়ে কিছুটা অল্প দামের। এই ব্যাটারীটির দাম হল ২৫৬৮ টাকা।
এই তৃতীয় নম্বর ব্যাটারিটি আপনি কোথায় পাবেন?
এই তিন নম্বর ব্যাটারিটি ও এমাজন ( amazon ) স্টোরে উপরে আলোকিত মূল্যে পেয়ে যাবেন। এছাড়া আপনি এই ব্যাটারিটি flipkart এ পেয়ে যাবেন তবে এর দামের কিছু পার্থক্য হতে পারে কেনার আগে আপনারা ভালো করে অনলাইনে দেখে নিবেন।
ব্যাটারির অন্যান্য তথ্য
- এই ব্যাটারিটি লিথিয়াম আয়ন ব্যাটারি।
- ব্যাটারিটির মডেল নাম্বার 2LP34AA।
- ব্যাটারিটির ভোল্টেজ 14.6 Volts।
- ব্যাটারিটির ক্যাপাসিটি 42 ওয়াট ঘন্টা।
- ব্যাটারিটির ওজন হল ২২৫ গ্রাম।
- বাটারেটি ৪ কোষের ব্যাটারি।
- এই ব্যাটারিটি খুব দ্রুত চার্জ করা সম্ভব ।
- পছন্দ না হলে সাত দিনের মধ্যে amazon-এ ফেরত দিতে পারবেন যদি আপনি আমার জন থেকে কিনে থাকেন ।
- এছাড়া এ ব্যাটারিটি র এক বছর ওয়ারেন্টি রয়েছে ।
4. LHOBTS5805 4-Cell 14.8V 2000mAh Laptop Battery for HP HS04 / HP HS04 এর জন্য 4-সেল 14.8V 2000mAh ল্যাপটপ ব্যাটারি দাম ।
চতুর্থ নম্বরে আলোচনা করব আরেকটি ব্যাটারির সম্বন্ধে যেটির দাম অনেক কম পূর্বে আলোচিত তিনটি ব্যাটারির চেয়ে ।
এই ব্যাটারীটির মূল্য হল ১৪৫১ টাকা ।
কোন কোন মডেলের ল্যাপটপের সঙ্গে এই ব্যাটারী সাপোর্ট করবে।
যেসব ল্যাপটপের সঙ্গে এই ব্যাটারিটি সাপোর্ট করে সেসব ল্যাপটপ গুলির মডেল নাম্বার নিচে উল্লেখ করা হলো সেগুলি হল- HP 240, 245, 250, 255 G4 Notebook PC ।
এই ল্যাপটপটি আপনি কোথায় কিনবেন ?
এই ল্যাপটপটি আপনি amazon store এর মধ্যে উল্লেখিত মূল্যে পেয়ে যাবেন।
ব্যাটারির অন্যান্য তথ্য:
- ব্যাটারিটি লিথিয়াম দিয়ে তৈরি ।
- ব্যাটারিটি ১৪.৮ ভোল্টে চলে।
- ব্যাটারিটির ওজন ৪২০ গ্রাম।
- ব্যাটারিটি চার্জার এর সাহায্যে চার্জ করা যায়।
- এই ব্যাটারিটি চায়নায় তৈরি হয়েছে।
- ভালো না লাগলে ব্যাটারিটি সাত দিনের মধ্যে ফেরত দেয়া যাবে
- যদি amazon থেকে কিনে থাকেন।
- ব্যাটারীতে কোনরকম ওয়ারেন্টি নেই।
5. Lapcare HT03XL L11119-855 Laptop Battery for HP- এর দাম
সর্বশেষ এবং পঞ্চম ল্যাপটপের ব্যাটারির মূল্য সম্পর্কে কথা বলব। এই ব্যাটারির মূল্য ৪ নম্বর ব্যাটারির মূল্যের তুলনাই অনেক বেশি। তবে এই ব্যাটারিটি চার নম্বর ব্যাটারির তুলনায় বেশ ভালো, তবে এর মূল্য জানা যাক কত হতে পারে চলুন জেনে আসি এই ব্যাটারিটির মূল্য কত।
এই ল্যাপটপটি আপনি কোথায় কিনবেন ?
অনলাইন থেকে কিনতে চাইলে amazon ষ্টোরের মধ্যে পেয়ে যাবেন।
ব্যাটারির অন্যান্য তথ্য:
- ব্যাটারিটির মডেল নাম্বার হল LAOBT6C1670।
- অন্যান্য ব্যাটারির মত এটাও লিথিয়াম আয়ন ব্যাটারি ।
- এ ব্যাটারিতেও ১১.৪ ভোল্টেজের ।
- সম্পূর্ণ ব্যাটারিটির ওজন ২৭০ গ্রাম ।
- অন্যান্য ব্যাটারির মতো এই ব্যাটারিটি ও চার্জারের সাহায্যে চার্জ করা যায় ।
- ব্যাটারিটির ক্যাপাচিটি হলো 3400 মিলিঅ্যাম্প ঘন্টা ।
- এই ব্যাটারিটি চায়নায় তৈরি হয়েছে ।
- এই ব্যাটারিটির বারো মাসের ওয়ারেন্টি রয়েছে।
- অ্যামাজন স্টোর থেকে কিনে থাকলে এই ব্যাটারিটি সাত দিনের মধ্যে ফেরত দেওয়া যাবে।
FAQ / সচরাচর জিজ্ঞাস্য
১ প্রশ্ন: HP ল্যাপটপের ব্যাটারি রিপ্লেস করতে কত টাকা লাগে?
উত্তর: ব্যাটারির ক্ষমতা এবং ধরনের উপর নির্ভর করে ব্যাটারির দাম নির্ধারণ করা হয়ে থাকে তবে যদি আপনি কোন দোকানের সাহায্যে ব্যাটারি রিপ্লেস করেন তবে বেশি টাকা খরচ হতে পারে এক্ষেত্রে খরচ হতে পারে ২০০০ থেকে ৪০০০ টাকার মধ্যে। আর নিজে নিজে ব্যাটারি পরিবর্তন করলে অল্প খরচের মধ্যে হয়ে যাবে সে ক্ষেত্রে খরচ পড়বে ১৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে হয়ে যাবে। শুধুমাত্র ব্যাটারিতি কিনতে যতটা খরচ পড়ে।
2 প্রশ্ন: HP ল্যাপটপে কি ব্যাটারি পরিবর্তন করা যায়?
উত্তর: হ্যাঁ HP ল্যাপটপে ব্যাটারি পরিবর্তন করা যায়। ল্যাপটপের যখন ব্যাটারি নষ্ট হয়ে যায় তখন তার ব্যাকআপ ক্ষমতা কমে যায়। সেই ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করা আবশ্যিক এবং জরুরী হয়ে যায়। সেক্ষেত্রে কোন অভিজ্ঞ মিস্ত্রির সাহায্যে ব্যাটারি পরিবর্তন করাই সবচেয়ে ভালো হবে।
conclusion / উপসংহার:
যে সমস্ত hp ল্যাপটপের ব্যাটারির দাম সম্বন্ধে আলোচনা করা হলো সেগুলি আপনি আপনার ল্যাপটপের জন্য নিতে পারেন এগুলি বেশ ভালো ব্যাটারি। এই ব্যাটারীগুলি রিভিউ খুব ভালো ৩. ৯ থেকে ৪ রেটিং এর মধ্যে এই ব্যাটারির রেটিং গুলি আপনি অ্যামাজন স্টোরের মধ্যে চেক করে নিতে পারেন।
Disclaimer / দাবিত্যাগ:
এই পাঁচ প্রকার ব্যাটারি আমার কাছে ভালো মনে হয়েছে এবং এর দাম উল্লেখ করা হয়েছে তবে সময়ের পরিপ্রেক্ষিতে এর দাম কম বেশি হয়ে থাকতে পারে কেনার আগে আপনি অবশ্যই অনলাইনে এবং অফলাইনে এর দাম যাচাই-বাছাই করে কিনবেন।